অস্ট্রেলিয়া সিরিজে কি দেখা যাবে শামিকে ? মুখ খুললেন বুমরাহ

0
3

জোর চর্চায় মহম্মদ শামি। দীর্ঘ একবছর পর মাঠে ফিরেই, বল হাতে দাপট দেখিয়েছেন ভারতের তারকা পেসার। রঞ্জিট্রফিতে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নিয়েছেন ৭ উইকেট । শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতেও দাপট দেখিয়েছেন তিনি। এরপরই অস্ট্রেলিয়া সফরে শামির যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। সেই নিয়ে চলে আলোচনাও। আর এই নিয়ে এবার মুখ খুললেন যশপ্রীত বুমরাহ। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে শামি প্রসঙ্গে মুখ খুললে বুমরাহ।

প্রথম টেস্টের আগে শামি প্রসঙ্গে বুমরাহ বলেন, “ মহম্মদ শামি ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। ও বল করা শুরু করেছে জানি। দলের ম্যানেজমেন্ট ওর দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সব ঠিকঠাক থাকলে ওকে অস্ট্রেলিয়ায় বল করতে দেখা যেতে পারে।“

দীর্ঘ একবছর পর বল হাতে মাঠে নামেন শামি। একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি তিনি। হয়েছে অস্ত্রোপচার। সম্প্রতি বাংলার হয়ে রঞ্জিতে ফিরেছেন শামি। রঞ্জিতে খেলার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা দলেও সুযোগ পেয়েছেন বাংলার তারকা পেসার। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।

আরও পড়ুন- ‘নিউজিল্যান্ড সিরিজ থেকে শিক্ষা নিয়েছি, অজিদের বিরুদ্ধে নতুন ভাবে শুরু,’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ