সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। এই নিলামে উঠতে চলেছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থের মতন ক্রিকেটাররা। এই নিলামে সবচেয়ে আলোচনার কেন্দ্রে কে এল রাহুল। গতবছর তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টে। এবছর তিনি আর লখনউতে থাকতে চাননি। আর এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহুল নিজেই। জানালেন, সেই ঘটনা গোটা দলকে প্রভাবিত করেছিল।
এই নিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন,” ম্যাচের শেষে মাঠে যা হয়েছিল তা ভাল হয়নি। সকলে দেখেছিল। এই ধরনের ঘটনা ঠিক নয়। এতে গোটা দলের উপর প্রভাব পড়ে। সেটাই হয়েছিল। ওই ঘটনা গোটা দলের ক্ষতি করেছিল।” এখানেই না থেমে রাহুল আরও বলেন,” আমি আইপিএলে আবার নতুন ভাবে শুরু করতে চেয়েছিলাম। চেয়েছিলাম স্বাধীন ভাবে খেলতে। এমন একটা দলে যেতে যেখানে সাজঘরের পরিবেশ এতটা চাপের না থাকে। কখনও কখনও ভাল কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়।” রাহুল যদিও সরাসরি গোয়েঙ্কার বিরুদ্ধে কিছু না বললেও তাঁর কথা থেকে স্পষ্ট যে লখনউয়ের সাজঘরের পরিবেশ ভাল ছিল না।
গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাহুলের উদ্দেশ্যে মাঠে সকলের সামনে লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার চরম তিরষ্কার। যার পরে যদিও গোয়েঙ্কা রাহুলের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। দুজনকে দেখা যায় এক সঙ্গেও।
আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেলেন এই ক্রিকেটার