গতকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারত। পারথে অজিদের বুরুদ্ধে দাপট দেখালেও, অ্যাডিলেডে ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই ফেল টিম ইন্ডিয়া। আর এরপরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে উঠছে সমালোচনা। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ টেস্ট সিরিজে হারের পর আবার অ্যাডিলেড। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় সিরিজ হারলে চাকরি যেতে পারে গম্ভীরের। এমন অবস্থায় ভারতীয় দলের কোচের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। বললেন সময় দিতে গম্ভীরকে।
এই নিয়ে আফ্রিদি বলেন, “ গম্ভীর কেকেআরকে আইপিএল জিতিয়েছিল বলেই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারমানে ওর মধ্যে সেই ক্ষমতা আছে। আইপিএলের একটা দল আর জাতীয় দলে কোচিং করা এক নয়। ও সবে এসেছে। নতুন দায়িত্ব পাওয়ার পর যে কোনও কোচের একটু সময় লাগে। সেটা ওকে দেওয়া উচিত।“ এরপর তিনি আরও বলেন, “ ওর কাঁধে শুধু জাতীয় দলের দায়িত্ব নেই। ওকে নীচের দিকেও দেখতে হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে কী ধরনের ক্রিকেটার উঠে আসছে, তাদের কখন সুযোগ দিতে হবে, সে সব মাথায় রাখতে হচ্ছে। তারজন্য সময় দরকার। ওকে ৮-৯ মাস বা একবছর দিন। সব দেশেই এটা হয়।“
চলতি বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতের কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তারপর দায়িত্ব নিয়েছেন গম্ভীর। এখনও বেশি দিন হয়নি তাঁর। তবে এখনও কোচ হিসাবে সেরকম সাফক্য পাননি গম্ভীর।
আরও পড়ুন- শীতের দুপুরে বৃষ্টি ভিজল শহর! উধাও ডিসেম্বরের আমেজ