গতকাল আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে দুরন্ত জয় পায় ইস্টবেঙ্গল এফসি। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পিভি বিষ্ণু এবং ৮৪ মিনিটের মাথায় জিকসন সিংয়ের গোলে এবারের আইএসএলের দ্বিতীয় জয় পায় লাল-হলুদ বাহিনী। এই জয়ে এই নিয়ে টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রাখল ইস্টবেঙ্গল। আর এই জয়ে খুশি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। ফাঁস করলেন জয়ের রহস্য।
ম্যাচের পর অস্কার বলেন, “ আমরা পুরো ম্যাচেই ভাল খেলেছি। ম্যাচের মধ্যে একেকটা মুহূর্ত একেকরকম ছিল। চেন্নাইয়ান এফসি ঘরের মাঠে খেলেছে। এই পরিস্থিতিতে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই দরকার ছিল ওদের। তবে আমরা শুরুর দিকে বল ধরে খেলার বেশি নজর দিই। সঙ্ঘবদ্ধ থাকার চেষ্টা করি। আমরা জানতাম ওদের রক্ষণ কী রকম। ৯০ মিনিট ধরে ওদের সঙ্গে এই লড়াই করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। সে জন্যই অন্য কৌশল অবলম্বন করতে হয় আমাদের। আমাদের মনে হয়েছিল, আগে গোল করলে জেতার সম্ভাবনা বেশি। তাই সেই পরিকল্পনা নিয়েই এই ম্যাচ খেলতে নেমেছিলাম আমরা।“
অস্কারের মতে, আরও বেশি ব্যবধানে জিততে পারত লাল-হলুদ। এই নিয়ে তিনি বলেন, “আমার মনে হয় ২-০-র ব্যবধানটা কমই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। শুধু তা-ই নয়। ওদের দখল থেকে বল ছিনিয়ে নেওয়া, দ্রুত আক্রমণে ওঠা, উপযুক্ত জায়গা তৈরি করা এবং সুযোগ তৈরি করার দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়েই ছিলাম। সেই জন্যই ম্যাচটা জিততে পেরেছি।”
ক্রেসপোর চোট নিয়েও মুখ খোলেন লাল-হলুদ কোচ। অস্কার বলেন, “সলের হ্যামস্ট্রিং-এ সমস্যা। সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না। মনে হয় অন্তত সপ্তাহ দুয়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে।“