ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ?

0
4

রাত পোহালেই ক্রিকেটের মহারণ। আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে নামছে ভারত-অস্ট্রেলিয়া। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স খারাপ হলেও অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া। আবার মুখোমুখি দুই দল। তবে তার আগে ভারতীয় দলের বিরুদ্ধে দু’ভাবেই মত প্রকাশ করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে যেমন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি। তেমনই সমীহ করেছেন কামিন্স।

এদিন সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, “ বর্ডার-গাভাস্কর ট্রফি মানে বরাবরই একটা লড়াকু সিরিজ হয়। এবার পাঁচ টেস্টের সিরিজ। দু’দলের প্রবল লড়াই হবে। নিঃসন্দেহে এটা বড় সিরিজ। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি। বর্ডার-গাভাস্কর ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে।“

এরপরই কামিন্স আরও বলেন, “দেশের মাটিতে খেলতে নামলে সব সময়েই চাপ থাকে। ভারত বেশ প্রতিভাবান দল। আমাদের কাজটা সহজ নয়। তবে খুব বেশি দূরে তাকাতে চাইছি না। বর্ডার-গাভাস্কর ট্রফি জিততে পারলে ভাল লাগবে। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি। তবে সিরিজ নিয়ে এখনই খুব বেশি ভাবছি না।”

উল্লেখ্য, গতদুবার ঘরের মাঠেই বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন- ‘আইপিএল-এ শামি দাম’ মেগা নিলামের আগেই মঞ্জরেকরকে পালটা দিলেন ভারতীয় পেসার