আদৌ আউট ছিলেন রাহুল? শুরু বিতর্ক, রইল ভিডিও

0
3

আজ থেকে পারথে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ টিম ইন্ডিয়া। ১৫০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হতে লড়াই করেন কে এল রাহুল, নিতীশ রেড্ডি, ঋষভ পন্থরা। তবে এদিন বিতর্ক দেখা যায় রাহুলের আউট নিয়ে। ২৬ রানে আউট হন তিনি। তবে রাহুল কি আদৌ আউট ছিলেন? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ রাহুলের আউট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

অস্ট্রেলিয়ার মাটিতে এর আগেও বিভিন্ন সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন ভারতীয় ব্যাটারেরা। আর এবার রাহুলের আউট হতেই আবার তেমনটাই হল বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ঘটনার সূত্রপাত, মিচেল স্টার্কের একটি গুড লেংথ ডেলিভারিতে রাহুলকে ক্যাচ আউট দেওয়া হয়। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো বলটি নট-আউট ঘোষণা করেন। কিন্তু অস্ট্রেলিয়া সঙ্গে সঙ্গে রিভিউ নেয়। প্রমাণ পুনর্বিবেচনার পর, তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তটি বদলে দেন এবং কেএল রাহুলকে আউট দেওয়া হয়। আর এরপরই শুরু হয় বিতর্ক। স্নিকো মিটারে স্পাইকটা দেখা যায়, সেই সময় রাহুলের ব্যাট প্যাডে লেগেছিল। ফলে আদৌ বল ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছে কি না তা স্পষ্ট নয়। যা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কোনো সুষ্পষ্ট ফ্রন্ট-অন অ্যাঙ্গেল না থাকায় সাইড-অন রিপ্লে বিষয়টি আরও জটিল করে তোলে, যেখানে ব্যাট এবং প্যাড একেবারে কাছাকাছি অবস্থান করছিল। তবে তৃতীয় আম্পায়ার আউট দিতেই, সেই সিদ্ধান্তে রাহুলকে অসন্তুষ্ট দেখা যায় । তিনি মাথা নাড়ছিলেন এবং হতাশা প্রকাশ করছিলেন যখন তিনি ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন।

রাহুলের এই আউট নিয়ে ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকে বলতে শোনা যায়, “একদিক বা অন্যদিক থেকে নিশ্চিত হওয়া এতই কঠিন। কীভাবে আপনি সিদ্ধান্ত উল্টে দিতে পারেন?” ওপরদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেন, “তৃতীয় আম্পায়ারের আরও ভিডিও দেখা উচিত ছিল। মাত্র দুটো দিক থেকে দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। খালি চোখে দেখে মনে হয়েছে ব্যাট প্যাডে লেগেছিল। বাকিটা বোঝার জন্য প্রযুক্তির সাহায্য প্রয়োজন ছিল।“

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, বল হাতে দাপট বুমরাহর, দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অস্ট্রেলিয়ার