‘বিরাট জানে ওর কি করতে হবে’, কিছু শেখানোর নেই’, অজিদের বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ

0
3

আগামিকাল থেকে শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে নামার আগে আলোচনায় বিরাট কোহলির পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে শতরানে দেখা নেই কোহলির ব্যাটে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান করে ছিলেন তিনি। যদিও অজিদের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে ভাবছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ম্যাচের আগের দিন বললেন, ” কোহলির মতো ক্রিকেটারকে নতুন করে কিছু শেখানোর দরকার নেই।

প্রথম টেস্টে রোহিত শর্মা না থাকায় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এদিন বুমরাহ সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গে বলেন, “ ব্যাটার কোহলিকে নিয়ে আমার কিছুই বলার নেই। ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও। কোহলিকে বিশেষ কোনও পরামর্শ দেওয়ার দরকার নেই আমার। ও এমনিতেই পুরোদস্তুর পেশাদার। ও আমার কাছে একজন নেতা। ওর অধীনেই আমি প্রথম টেস্ট খেলেছি। ও জানে কী করছে। এখানে-সেখানে একটা-দুটো সিরিজ খারাপ যেতেই পারে। তবে এই মুহূর্তে ওর যা আত্মবিশ্বাস তাতে প্রস্তুতি নিয়ে কোনও সন্দেহই নেই। দলের হয়ে অবদান রাখতে মরিয়া ও সবসময়। সেগুলো আমরা বুঝতেও পারছি। কিছু বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাইছি না।“

অস্ট্রেলিয়া পৌঁছে ব্যাট হাতে অনুশীলন অনেক আগেই শুরু করে দিয়েছিল বিরাট। এই নিয়ে বুমরাহ বলেন, “ বিরাটের প্রস্তুতি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি সিরিজে ছাপ ফেলতে মুখিয়ে আছেন। যা, দলে ইতিবাচক প্রভাব ফেলবে। “

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ?