আজ আইএসএল-এ মিনি ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মহামেডান স্পোর্টিং ক্লাব। লাল-হলুদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্দ্রে চেরনিশভের দল।

রুশ কোচ আন্দ্রে চেরনিশভের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফলের উপর। দেওয়াল লিখনটাও বোধহয় পড়তে পারছেন। তাই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, ‘‘আশা করি, এই ম্যাচের পরও আপনাদের সঙ্গে দেখা হবে।’’ ডার্বির প্রস্তুতিতে খামতি না রাখলেও গোল করার ক্ষেত্রে সমস্যা এবং রক্ষণ নিয়ে দুশ্চিন্তাই মহামেডান কোচের রাতের ঘুম উড়িয়েছে।
চেরনিশভ বললেন, ‘‘স্কোরিংয়ে আমাদের বড় সমস্যা। আমরা গোল করতে পারছি না। আবার গোল করলেও তা ধরে রাখতেও সমস্যা। মাত্র একটা গোল করে তো আর ম্যাচ জেতা যায় না। তবে আমরা পরিশ্রম করছি। আশা করি, সমস্যা কাটিয়ে উঠব।’’ ইস্টবেঙ্গল আইএসএলের লাস্টবয় হলেও মহামেডান তাদের স্রেফ এক ধাপ উপরে। ইস্টবেঙ্গল ৬ ম্যাচ জিতে কোনও পয়েন্ট না পেয়ে ১৩ নম্বরে শেষ স্থানে। মহামেডান হারের হ্যাটট্রিকের আগে পাওয়া ৪ পয়েন্টে রয়েছে ১২ নম্বরে। তবে এই সব না ভেবে প্রতিপক্ষকে সমীহ করেই চেরনিশভ বলছেন, ‘‘আমরা ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের বিরুদ্ধে খেলব। শুরুতে ওদের ভাল সময় যাচ্ছিল না। এখন ওরা নিজেদের গুছিয়ে নিয়ে ভাল খেলছে। হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি। ছেলেরা এই ম্যাচে নিজেদের প্রমাণ করতে চায়। ভাল ফল করতে হলে ইস্টবেঙ্গলের ১১ জন খেলোয়াড়কেই আমাদের থামাতে হবে।’’
মহামেডানের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন নিশ্চিত। গোলে পদম ছেত্রীর জায়গায় সম্ভবত ভাস্কর রায় খেলবেন। প্রথম একাদশে ফিরছেন মাকান ছোটেও। ইস্টবেঙ্গল-সহ বাকি সব ম্যাচই ফাইনাল, বলছেন ফুটবলাররা।
আরও পড়ুন- আজ মিনি ডার্বি, আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান







































































































































