সমবায় ব্যাঙ্ক পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ৬০টি আসনের সব ক’টিতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গত ১৮ ও ১৯ নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ২১ নভেম্বর ছিল স্ক্রুটিনি। বিরোধীরা কোনও মনোনয়ন দাখিল করতে না পারায়, ২২ নভেম্বর তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে এই মর্মে সাংবাদিক বৈঠক করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বিরোধীরা কুৎসা অপপ্রচার করে চলেছে, একটি আসনেও তারা প্রার্থী দিতে পারেনি। অনলাইনে মনোনয়ন পেশের জন্য ফর্ম তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা ছিল। তবুও বিরোধীরা একটি আসনেও প্রার্থী খুঁজে পেলেন না! ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনে জয়লাভ করলেন। এই জয়ের ফলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আনন্দোল্লাসে মেতে ওঠেন। চলে মিষ্টি বিতরণও।
আরও পড়ুন- পকসো মামলায় বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজত বিকাশের






































































































































