নিজেদের সিদ্ধান্তে অনড় কংগ্রেস! জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

0
1

আদানি ইস্যুতে সংসদ অচল করার যে নীতি নিয়ে চলছে কংগ্রেস, তার সঙ্গে মোটেই একমত নয় তৃণমূল। এটা বারবারই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। কিন্তু কংগ্রেস মোটেই সরে আসেনি নিজেদের সিদ্ধান্ত থেকে। সেই কারণেই নিজেদের নীতিতে অনড় তৃণমূল। তৃণমূল সাংসদরা কেউই সংসদের অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা প্রতিদিনের বৈঠকে উপস্থিত থাকছেন না৷

ইন্ডিয়া জোটে থাকলেও কংগ্রেসের শরিক নয় তৃণমূল কংগ্রেস৷ দেশের কোনও প্রান্তেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট সরকার নেই৷ এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বরাবরই জানিয়ে দিয়েছে যে বাংলার সাধারণ মানুষের স্বার্থেই তাদের পাশে দাঁড়িয়ে সংসদে আম জনতার ইস্যুকেই উথ্বাপন করা হবে৷ এই নীতি নিয়েই এবারের চলতি সংসদীয় অধিবেশনে বাংলার বিপুল পরিমাণ বকেয়া টাকার ইস্যু নিয়ে সরব হবে তৃণমূল, সাফ জানানো হয়েছে দলের তরফে৷

আরও পড়ুন- সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র! অভিষেকের প্রশ্নে পর্দা ফাঁস মোদি সরকারের