২০২৫ আইপিএল মেগা নিলামের আগের থেকেই চর্চায় ছিলেন তিনি। নিলামের পরও তিনি শিরোনামে। যার কথা বলা হচ্ছে তিনি হলেন মাত্র ১৩ বছর বয়সি ছোট্ট বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই হলেন কোটিপতি। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় ছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। সেই নিলামেই বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস। আর এরপর থেকে শিরোনামে ছোট্ট বৈভব । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনুর্ধ্ব-১৯ টেস্ট সিরিজে সেঞ্চুরি আছে বৈভবের। ঘোরোয়া ক্রিকেট লিগেও ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বৈভব। নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল এই ব্যাটারের নাম। নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ছিল বৈভবই।
মধ্যবিত্ত পরিবারের ছেলে বৈভব। বাবা কৃষক। ছোটবেলা থেকেই বৈভবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। গতকাল যেন তারই ছিল পদক্ষেপ। ঘোরোয়া ক্রিকেট লিগে দাপট রয়েছে ছোট্ট বৈভবের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার বৈভবের। গত ১ অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে আলোচনায় উঠে আসে ১৩ বছরের বৈভব। অনুর্ধ্ব-১৯ পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শতরান। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। স্ট্রাইক রেট ১৬৭.৭৪।