গতকালই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মা। আর সোমবারই অনুশীলনে নেমে পড়লেন ভারত অধিনায়ক। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার জন্য স্ত্রী রীতিকা সাজদের পাশে ছিলেন রোহিত। সেই কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি হিটম্যান। তবে দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন রোহিত। যেই টেস্ট হবে দিন-রাতের। গোলাপি বলে এই ম্যাচ। আর সেই কারণেই এদিন গোলাপি বলে অনুশীলন সারেন ভারত অধিনায়ক।
আগামী ৬ ডিসেম্বর থেকে ফের অ্যাডিলেডে খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই প্রস্তুতিতে নেমে পড়েন রোহিত। তবে এদিন প্রথমে কোচ গৌতম গম্ভীরের পাশে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন তিনি। এরপরই অনুশীলনে নামেন রোহিত। নেটে গিয়ে পিঙ্ক বলে ব্যাট করতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, অন্তত ৪০ মিনিট নেটে ব্যাট করেছেন ভারত অধিনায়ক। নবদীপ সাইনি, যশ দয়াল এবং মুকেশ কুমারের মতো ভারতের রিজার্ভ দলের বোলারদের খেলেছেন রোহিত। জানা যাচ্ছে, বেশ কিছুক্ষণ বল করেছেন রবীন্দ্র জাদেজাও। এ ছাড়া থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনাবীরত্নেকেও খেলেন রোহিত। পরিচিত পুল শট খেলতে দেখা যায় রোহিতকে।
Hitman @ImRo45 has just completed his first nets session in Australia and even the commentators couldn’t keep calm!#TeamIndia #AUSvIND pic.twitter.com/vsonrdc2ud
— BCCI (@BCCI) November 25, 2024
এদিকে রোহিত দলের সঙ্গে যোগ দেওয়ায় খুশি যশপ্রীত বুমরাহ। এই নিয়ে তিনি বলেন, “রোহিতকে যতটা সাহায্য করার দরকার ততটাই করব।“