অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। ১০ উইকেটে হারে ভারতীয় দল। আর ম্যাচ হারতেই মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন শামির জন্য দরজা খোলা আছে।
এদিন শামিকে নিয়ে রোহিত বলেন, “ আমাদের ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে হবে। শামি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তাতে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে।১০০ শতাংশ ফিট হয়েই ফেরা উচিত। তাছাড়া, ও দীর্ঘদিন খেলার মধ্যে নেই। দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না। এ বিষয়ে সিদ্ধান্ত যারা নেওয়ার, তারাই নেবে। তবে শামির জন্য এখানে এসে খেলার দরজা খোলাই আছে।“
দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দাপট দেখান তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজে শামিকে নেওয়ার কথা ওঠে। আর সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া যাওয়া শুধু সময়ের অপেক্ষা। শামি ফিটনেস পরীক্ষায় পাশ করলেই, খুলে যাবে জাতীয় দলের দরজা। শামির কিট পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের কাছে। শুধু বাকি ফিটনেসের রিপোর্ট। এনসিএ-র ফিটনেস বিশেষজ্ঞেরা শামির ফিটনেস নিয়ে ছাড়পত্র দিলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ভারতীয় পেশার।
আরও পড়ুন- অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হেরে কী বললেন ভারত অধিনায়ক ?