চাল উৎপাদন মূল্য‌ কুইন্টাল পিছু ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

0
2

রাইস মিলে চাল উৎপাদন মূল্য‌ কুইন্টালপিছু ১০ টাকা করে বাড়ালো রাজ্য সরকার। এই কাজের জন্য এতদিন রাইস মিল মালিকদের দেওয়া হত ৩০ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৪০ টাকা। এবার ঠিক হয়েছে, কেন্দ্র ২০ টাকা দেবে, রাজ্যের তরফেও ২০ টাকা দেওয়া হবে।

শনিবার নবান্নে মুখ‌্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক হয় চালকল মালিকদের। চাল কল মালিকরা জানান, সেখানেই এই ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এক কুইন্টাল চাল ভরার জন্য শ্রমিকদের দু’টাকা করে মজুরি বৃদ্ধিও করা হয়েছে। এতদিন তারা পেতেন ১০ টাকা। এবার থেকে পাবেন ১২ টাকা। রাইস মিল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতি কুইন্টাল ধান ভাঙাতে এতদিন মাত্র ৩০ টাকা পেতেন। অথচ খরচ ছিল অনেক বেশি। দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে ধান ভাঙার খরচ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। রাজে‌্যর তরফে এদিন ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে বেঙ্গল রাইস মিল অ‌্যাসোসিয়েশনের তরফ থেকে। তারা বলেন, মুখ‌্যসচিব জানিয়েছেন এই ১০ টাকা বাড়ানোর বিষয়টি খাদ‌্য দফতরে জানিয়ে দেওয়া হবে। এদিন রাইস মিলের প্রতিনিধিদের সঙ্গে মুখ‌্যসচিবের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ‌্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি।

আরও পড়ুন- সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে! জানালেন শিক্ষাসচিব