সঞ্জয়ের চিৎকারের পর রাজ্যের অবস্থান জানতে বিবৃতি জারি রাজভবনের

0
1

আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের বক্তব্যকে লঘু করে দেখছে না রাজভবন। তাই সঞ্জয়ের চিৎকারের পর রাজ্যের অবস্থান জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজভবন থেকে এই মর্মে বিবৃতি জারি করেছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন এ ব্যাপারে। রাজ্যপালের এই বিবৃতি জারি প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে, রাজ্যপাল বিজেপির এজেন্টের কাজ করছেন। তিনি রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। উল্লেখ্য, সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে তোলা হলে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সে জানিয়েছিল,বিনীত গোয়েল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। বলে অভিযোগ করেছেন অভিযুক্তের ওই অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন।

আরজি কর-কাণ্ডের মূল মামলায় একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। ইতিমধ্যে চার্জগঠন হয়েছে। শুনানি শুরু হয়েছে শিয়ালদহ আদালতে। সোমবার শিয়ালদহ আদালতে হাজিরার সময়ে অভিযুক্ত সঞ্জয় রাই আঙুল তোলে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের অফিসারদের বিরুদ্ধে। তাঁরা তাকে ফাঁসিয়েছে বলে চিৎকার করতে থাকে। এই বিষয়টি খতিয়ে দেখার আবেদন করছে রাজভবন। গোয়েলকে নিয়ে রাজ্যপালের তরফে অবস্থান জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন- রিলের গল্প রিয়েলে! ফিল্মি স্টাইলে জালিয়াতির পর্দাফাঁস কলকাতা পুলিশের