সুখবর দিলেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। পরিবারে আসতে চলেছে খুদে সদস্য। অন্তঃসত্ত্বা রাহুলপত্নী। এদিন এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানান হয় রাহুল-আথিয়ার তরফ থেকে। সন্তানের জন্ম হবে ২০২৫ সালে।
এদিন রাহুল-আথিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে পোস্ট করা হয়। সেখানে জানান হয় আমাদের ছোট্ট ভালোবাসা আসতে চলেছে ২০২৫ -এ। এই বার্তা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।
২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। আর বিয়ের দুবছর পর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
আরও পড়ুন- এএফসি অতীত, লাল-হলুদ কোচের নজর এখন মহমেডান