ভয়াবহ বায়ু দূষণে নাজেহাল রাজধানী (Delhi)। রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ দিল্লিবাসী। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা। এই পরিস্থিতিতে শিশুদের ঘরের বাইরে বের না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর ছেড়ে শুক্রবার থেকে সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

দূষণ (Pollution) নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Atishi) এক্স হ্যান্ডেলে জানান, প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। শিক্ষা দফতরের ডিরেক্টর বেদিতা রেড্ডি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত আপাতত অনলাইনে পঠন-পাঠন চলবে।
দূষণের জেরে অধিকাংশ সময়েই গৃহবন্দি রাজধানীর বাসিন্দারা। প্রাতঃভ্রমণ বন্ধ করেছেন অনেকেই। সরকারি তরফে অতি জরুরি নয় এমন নির্মাণ ও বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ১৫০তম জন্মদিবসে রাজারহাটে বিরসা মুন্ডা দিবস পালনে মুখ্যমন্ত্রী




 
 
 
 


































































































































