৯ ডিসেম্বর মেরিটের ভিত্তিতে ওবিসি মামলার শুনানি, জানালো শীর্ষ আদালত

0
1

সুপ্রিম কোর্টে ওবিসি মামলার (OBC Case) শুনানিতে শুক্রবারেও কোন সিদ্ধান্তে আসতে পারল না বিচারপতি বি আর গভাই-এর বেঞ্চ। এদিন রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের রায়ের বৈধতা নিয়ে৷ তিনি স্পষ্ট বলেন কেন্দ্রীয় তালিকায় যারা ওবিসির মর্যাদা পাচ্ছেন, তাঁরা রাজ্যে ওবিসির মর্যাদা পাবেন না কেন? এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, মামলার মেরিটের ভিত্তিতে আগামী শুনানি হবে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ মামলায় ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যাঁরা ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন, বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সরকারি চাকরি বা অন্য কোনও ক্ষেত্রে সংরক্ষণের জন্য ওই শংসাপত্রগুলি ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

সোমে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক

শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, ৭৬টি শ্রেণীর ওবিসি প্রতিনিধিদের সংশাপত্র বাতিল করেছে কলকাতা হাইকোর্ট৷ অথচ কেন্দ্রীয় তালিকায় এদের নাম আছে৷ মন্ডল কমিশনও এদের অন্তর্ভুক্তির কথা বলেছে৷ পড়শি রাজ্যেও এই শ্রেণীর প্রতিনিধিদের OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে৷ তারপরেও পশ্চিমবঙ্গে এদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে৷ অ্যাকাডেমিক ইয়ার চলে যাচ্ছে, অগণিত লোক সমস্যায় পড়ছে৷ কেন্দ্রীয় তালিকায় যাঁদের ওবিসি বলা হচ্ছে, রাজ্যে তাঁরা ওবিসি হতে পারবে না ? এটা কীসের যুক্তি ? রাজ্যের আইনজীবীর কথাকে মান্যতা দিয়ে ২ বিচারপতি জানান তাঁরা মামলার মেধার(মেরিট) ভিত্তিতে বিস্তারিত শুনানি করবেন৷ আগামী ৯ নভেম্বর দুপুর ২টোয় হবে এই শুনানি৷ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারকে কোনও অন্তবর্তী রিলিফ প্রদান করা যায় কি না, সেটা বিবেচনা করে দেখা হচ্ছে বলেই, শুনানি চলাকালীন নিজের পর্যবেক্ষণে জানান সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই৷ আগামী ৯ ডিসেম্বর (সোমবার) দুপুর ২টোয় সুপ্রিম কোর্টে ওবিসি মামলার বিস্তারিত শুনানি হবে বলে জানা গেছে।