পরিবারের তিন সদস্যদের দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

0
5

বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দম্পতি। এমনকি সাত বছরের সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে উত্তর দিনাজপুর (North Dinajpur) হেতমাবাদে। স্থানীয়দের দাবি তিনজনকেই খুন করা হয়েছে। যদিও পুলিশের অনুমান স্বামী-স্ত্রী সন্তানকে খুন করে আত্মহত্যা করে থাকতে পারেন।

হেমতাবাদের (Hemtabad) চৈনগর পঞ্চায়েত এলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন আলি(৩৫) পেশায় চাষবাস করতেন। সেই সঙ্গে একটি অনলাইন দোকানেও কাজ করতেন। তাঁর বাবার প্রচুর চাষের জমি ছিল। সেই জমি নিয়ে কুতুবুদ্দিনের চার বোনের সঙ্গে বিবাদ ছিল। তবে রবিবার ঘরের মধ্যে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী পারভিন খাতুন (৩০) ও মেয়ে মাহি নিহারের (৭) দেহ কেন উদ্ধার হল তা নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।

স্থানীয়দের দাবি তিনজনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগে দেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে (Rayganj Medical College and Hospital) পাঠানো হয়। বাড়ি থেকে একমাত্র জীবিত বাসিন্দা কুুতুবুদ্দিনের বাবাকে আটক করা হয়। তবে ময়নাতদন্তের (postmortem) রিপোর্ট না পেলে মৃত্যুর আসল কারণ বলা সম্ভব নয় বলে দাবি পুলিশের।