হাতে মাত্র আর কয়েক ঘন্টা, তারপরই শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রথম টেস্টে নেই রোহিত শর্মা। পারথে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর এই টেস্টে নামছে ভারতীয় দল। তবে অজিদের বিরুদ্ধে নামার আগে এসব কিছু মাথায় রাখতে চাননা বুমরাহ। বরং তিনি জানান, শূন্য থেকে শুরু করবে তাঁর দল।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “ ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কিন্তু কোনও বোঝা বয়ে নিয়ে যেতে চাই না। ওখানে পরিস্থিতি আলাদা ছিল এখানে আলাদা। ” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ একটা দুটো সিরিজ খারাপ যেতেই পারে। কাউকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। এবার সময় এসেছে তরুণদের নেওয়ার। সবাইকে সবার কাজ করতে হবে।“
প্রথম টেস্টে নেই রোহিত। দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। এরপর বুমরাহ জানান প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া নিয়েও। এই নিয়ে বুমরাহ বলেন, “দলকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। আগেও এই কাজটা করেছি।“
আরও পড়ুন-Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস







































































































































