ব্যাট হাতে দাপট সঞ্জুর, জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু ভারতের

0
5

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টি-২০ ম্যাচে প্রোটিয়াদের হারাল ৬১ রানে। সৌজন্যে সঞ্জু স্যামসন। ১০৭ রান করেন তিনি। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে জেল সূর্যকুমার যাদবের দল।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারত ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে সঞ্জু। ১০৭ রান করেন তিনি। ৩৩ রান করেন তিলক ভার্মা। ২১ রান করেন অধিনায়ক সূর্যকুমার। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট কোটজের। একটি করে উইকেট মার্কো জনসেন, কেশব মহারাজ, পিটার এবং কুরুগের।

জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক ক্লাসেন। ২৫ রান করেন তিনি। এদিন ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি মিলাররা। ভারতের হয়ে তিনটি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণইয়ের। দুটি উইকেট আবেশ খানের। একটি উইকেট আর্শদীপ সিং-এর।

আরও পড়ুন- সুখবর দিলেন রাহুল-আথিয়া, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য