অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রান করে সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে ৩৫ রান করেন রায়ান খান। ২৬ রান করেন অকসত রাই। ভারতের হয়ে তিন উইকেট নেন যুধাজিত গুহ। দুটি করে উইকেট নেন চেতন শর্মা এবং হার্দিক রাজ। একটি করে উইকেট নেন কেপি কার্তিকেয় এবং আয়ুষ মাত্রে ।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। আয়ুষ । অপরদিকে এদিন রানে ফিরলেন বৈভব। আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ১৩ বছরের বৈভব। নজরে রয়েছে তাঁর পারফরম্যান্স। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দু’টি ম্যাচে সেভাবে রান পাননি বৈভব। তবে এদিন রানে ফিরলেন তিনি।
আরও পড়ুন- ‘দলের স্বার্থে যে কোনও পজিশনে খেলতে রাজি’, অ্যাডিলেড টেস্টের আগে বললেন রাহুল




bsp;


































































































































