অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ব্যাট হাতে দাপট বৈভব সূর্যবংশীর । ৬৭ রান করলেন তিনি। ৮ ডিসেম্বর ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে দাপট দেখান লাকভিন আবেসিংহে। ১১০ রানে ৬৯ রান করেন তিনি। শারুজান শানমুগানাথান করেন ৭৮ বলে ৪২ রান। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট চেতন শর্মার। ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আয়ুষ মাত্রে এবং কিরণ চোরমালে। একটি করে উইকেট নেন বাংলার পেসার যুধাজিৎ গুহ এবং হার্দিক রাজ।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে আয়ুষ মাত্রে এবং বৈভব। ৬৭ রান করেন বৈভব। আয়ুষ করেন ৩৪ রান। ২৫ রানে অপরাজিত করেন মহম্মদ আমন ।