আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, রয়েছে কী বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া?

0
10

আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির দিন-রাতের টেস্ট হতে চলেছে অ্যাডিলেডে । প্রথম টেস্ট জিতে ট্রফিতে এগিয়ে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে নিজেদের দাপট বজায় রাখতে চায় ভারত। তবে অ্যাডিলেডে নামার আগে ভারতীয় দলের মাথায় থাকছে সেখানকার আবহাওয়া। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্ট চলাকালীন হতে পারে বৃষ্টি। ব্যাঘাত হতে পারে খেলায়।

এই নিয়ে, স্থানীয় আবহওয়া অফিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টায় ৪৭ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১টার সময় তাবেড়ে হতে পারে ৫১ শতাংশ। জানা যাচ্ছে, সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিকে স্থানীয় সময় দুপুর ২টোয় টস। সেই সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে ১৫ শতাংশ। ফলে টসে বিঘ্ন হতে পারে। এছাড়াও জানা যাচ্ছে, সময় যত এগোবে তত বৃষ্টি কমবে। অর্থাৎ, স্থানীয় সময় বিকাল ও সন্ধ্যার দিকে তেমন বৃষ্টি হবে না। জানা যাচ্ছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির তেমন আশঙ্কা নেই। তবে পঞ্চম দিন আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, খেলা যদি পঞ্চম দিনে গড়ায় তাহলে খেলায় ব্যাঘাত হতে পারে।

এদিকে দ্বিতীয় টেস্টেও পিচে ঘাস থাকবে বলে জানিয়েছেন পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ। তিনি বলেন,” অ্যাডিলেডে কৃত্রিম আলোর নীচে ব্যাট করা কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। আমরা এমন পিচ তৈরি করতে চাইছি যেখানে সকলে সাহায্য পাবে। এর আগে ভারত যে টেস্ট এখানে খেলেছিল, সেখানে পিচ কোনও ভূমিকাই নেয়নি। অস্ট্রেলিয়া ভাল বল ।করেছিল। আমি চাই এবারে দুই দল ভাল লড়াই করুক।”

আরও পড়ুন- রাজস্থানকে হারিয়ে মুস্তাক আলির নকআউটে বাংলা