সমান ও বিপরীত প্রতিক্রিয়া! বাংলাদেশ নিয়ে অশান্তি তৈরির চেষ্টা শুভেন্দুর

0
4

রাজ্যে আর জি করের ঘটনা নিয়ে আন্দোলন তৈরির সময় যে জঙ্গি কায়দায় বারবার বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি চেষ্টা হয়েছে, দাবি করেছিল রাজ্যের শাসকদল। এবং এর পিছনে যে বিরোধীদেরই হাত রয়েছে সেই দাবিও করা হয়েছিল। অবশেষে বাংলাদেশের (Bangladesh) মানুষদের নিরাপত্তায় আন্দোলনের হুমকি দিয়ে সেই দাবিকেই সত্যি প্রমাণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিবেশী দেশের জন্য এই রাজ্যে সংঘবদ্ধ হয়ে আন্দোলনে উস্কানি দিলেন শহরের বুকে সন্ন্যাসীদের মিছিলে যোগ দিয়ে এই দাবি করেন বিরোধী দলনেতা।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শহরে মিছিলের আবেদন জানিয়েছিল হিন্দু সন্ন্যাসীদের সংগঠন গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্ট। আদালতের বাধা পেরিয়ে মঙ্গলবার সেই অনুমতি পায় তারা। সেই মিছিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলনেতার দাবি, বাংলাদেশে হিন্দুদের যেভাবে সামাজিক বয়কটের ডাক দেওয়া হচ্ছে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। সেই সঙ্গে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষদের একজোট হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন, যেখানে এই রাজ্যে কোনও ধরনের ধর্মীয় অশান্তির কোনও চিহ্নও নেই।

প্রতিবেশী দেশে যেভাবে অত্যাচারের ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কিন্তু সেই আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরে বাংলায় রাজনীতির তাস খেলার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, প্রয়োজনে পেট্রাপোল সীমান্তে (Petrapol border) দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। তাতেও কাজ না হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (Dy. High Commissioner) দফতর বন্ধ করার দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।