ভাতা নিলে প্রাইভেটে কাজ নয়: সরকারি চিকিৎসকদের থেকে হলফনামা চাইল স্বাস্থ্য ভবন

0
1

নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স অর্থাৎ ভাতা নিলে বেসরকারি হাসপাতালে (Private Hospital) রোগী দেখতে পারবেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ নেওয়া সরকারি হাসপাতালের ডাক্তারদের (Doctor) ফের হলফনামা দিয়ে জানাতে হবে তাঁরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না।

সরকারের কাছ থেকে ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ পান সরকারি হাসপাতালের বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা। এই ভাতা পাওয়ার চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা আইনত অপরাধ। হলফনামাও দিয়ে তাঁদের জ্বালাতে হয় যে, সরকারি হাসপাতাল (Government College) ছাড়া অন্য কোনও হাসপাতাল অথবা নার্সিংহোমে কোনওভাবে কাজ করবে না। কিন্তু সাম্প্রতিক আর জি কর আন্দোলনের ঘটনায় দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতালে কাজ চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রচুর টাকা খরচ হয়েছে সরকারের। একইসঙ্গে ঘুরপথে সেই টাকায় ঢুকেছে ওইসব আন্দোলনকারী চিকিৎসকদের পকেটে। আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নেওয়ায় ৪১ সিনিয়র রেসিডেন্টকে মোট ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্যভবন।

এবার বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্যভবন জানিয়েছে, শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট নয়, যে সব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে (Private Hospital) চিকিৎসা করেন তাঁদেরই হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে যে তাঁরা ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ নেন না। না হলে, তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্যভবন। সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যে রাজ্যে প্রায় ২ হাজার সিনিয়র রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা দ্রুত জানাতে বলা হয়েছে।