আপনভোলা রাজ্যপাল, নিজেকে নিয়েই ব্যস্ত! বাংলার রাজ্যপাল হিসেবে দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজভবনে বসালেন নিজের মূর্তি। নিজ হাতেই হাসিমুখে নিজের মূর্তি উদ্বোধন করলেন সিভি আনন্দ বোস। যে দল তাঁকে রাজ্যপাল করে বাংলায় পাঠিয়েছে, সেই দলের সর্বোচ্চ নেতা জীবদ্দশায় নিজের নামে ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছিলেন। এবার সেই রাস্তাতেই হেঁটে নিজেকে হাসির খোরাক বানালেন বোস।
কোনও ব্যক্তি জীবিত থাকাকালীন তাঁর মূর্তি কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে ‘জটায়ু’ বলে ব্যাঙ্গ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন। ২০২২ সালের নভেম্বরে রাজ্যপাল হয়ে বাংলায় এসেছিলেন সিভি বোস। শনিবার সেই দিনটির দুই বছর পূর্ণ হল। তাই এদিন রাজভবনে বৃক্ষরোপণ, চিত্র প্রদর্শনী-সহ একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। কিন্তু এর মধ্যে রাজভবনের অন্দরে রাজ্যপাল সিভি বোসের আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরেই হাসির রোল উঠেছে সর্বত্র। প্রশ্ন উঠছে, মেয়াদ শেষে যখন বোস বিদায় নেবেন, তখন এই মূর্তির কী হবে? উল্লেখ্য, এই প্রথম বাংলার কোনও রাজ্যপাল রাজভবনে নিজের মূর্তি বসানোর ঔদ্ধত্য দেখালেন।
আরও পড়ুন- সিলেবাস বহির্ভূত বিতর্কিত প্রশ্ন নয় টেস্টে! প্রধান শিক্ষকদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি সংসদের