সামনেই ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। তার আগে ব্যাট হাতে ঝলসে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়র। বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দ্বিশতরান করেন শ্রেয়স। ২২৮ বলে ২৩৩ রান করেন তিনি। এর আগে মহারাষ্ট্রের বিরুদ্ধেও ১৪২ রান করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।

রঞ্জি ট্রফিতে শেষ বার ২০১৫-র অক্টোবরে দ্বিশতরান করেছিলেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরান ২০১৭-১৮ সালে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। দীর্ঘদিন জাতীয় দলে ডাক পাচ্ছেন না শ্রেয়স। এবছরের ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু অস্ত্রোপচারের পর আবার পিঠে ব্যথা হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তারপর আর জাতীয় দলে ফিরতে পারেননি। এমনকি ছেড়ে দেওয়া হয়েছে কলকাতার পক্ষ থেকে।
এদিকে ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। ইতিমধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাঁদের রিটেনসন লিস্ট জমা দিয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের রিটেনসন তালিকায় রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের নাম দেখা গেলেও অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম দেখা যায়নি। অর্থাৎ মেগা নিলামে দেখা যাবে শ্রেয়সের নাম। আর সেই মেগা নিলামের আগেই পারফর্মেন্সে দাপট দেখালেন শ্রেয়স।
আরও পড়ুন- অধিনায়কের সঙ্গে ঝামেলা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার







































































































































