ছটপুজো উপলক্ষ্যে পূন্যার্থীদের নিরাপত্তায় নদী বা জলাশয়ের ঘাটগুলি পরিদর্শন করে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্যে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসনকে সমন্বয় বৈঠকের আয়োজন করতে হবে বলে জানিয়ে সরকারি ভাবে এগারো দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

আগামী বৃহস্পতি ও শুক্রবার ছটপুজোর দিন সব জেলা প্রশাসনকে কন্ট্রোল রুম চালু করার কথা বলা হয়েছে। ঘাটগুলিতে পর্যাপ্ত পুলিশ কর্মী ছাড়াও স্বেচ্ছাসেবক মোতায়েন রাখার কথা বলা হয়েছে। আবর্জনা পরিষ্কার করার জন্যে ঘাটগুলিতে সব সময় সাফাই কর্মী রাখতে হবে। এইদিকে ছটপুজো উপলক্ষ্যে কে এম ডি এ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৪০টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন- নয়া উদ্যোগ, শুরু হতে চলেছে গ্রাম-পঞ্চায়েত ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস





































































































































