ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ! এবার সমস্ত সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা করার নির্দেশ দিল রাজস্থানের বিজেপি সরকার। রাজস্থানের শিক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীনে পরীক্ষামূলক আপাতত রাজ্যের ২০টি সরকারি কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? শিক্ষা দফতরের যুক্তি, পঠনপাঠনের জন্য ইতিবাচক মনোভাব এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আরও যুক্তি, শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। কলেজে ঢুকতেই তাঁদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা কাজ করবে, শুধু তা-ই নয়, সমাজে উচ্চশিক্ষা সম্পর্কে ভাল বার্তা পৌঁছে দেবে।

সরকারি কলেজগুলিতে এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে কলেজগুলির প্রবেশদ্বার কমলা রং করিয়ে সেই ছবি শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রঙের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগকে কংগ্রেস কটাক্ষ করে বলেছে, শিক্ষার ‘গৈরিকীকরণ’-এর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন- মহাশূন্যে বামেরা! উপনির্বাচনে তিন প্রধান-রাজনীতিকে তুলোধোনা অরূপের






































































































































