তবে কি বিরাটের হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের দায়িত্ব? জল্পনা বাড়িয়ে দিলেন দলের ডিরেক্টর

0
3

সদ্য হয়েছে আইপিএল রিটেশন। সেখানে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে। আর এরপরই প্রশ্ন উঠছে তবে কি বিরাট কোহলির হাতেই কি ফের একবার উঠছে অধিনায়কের ভার। আর এই নিয়ে এবার মুখ খুললেন আরসিবির দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। বাড়িয়ে দিলেন জল্পনা ।

এই নিয়ে বোবাট বলেন,” আমরা অধিনায়ক নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। কোহলি আবার অধিনায়ক হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা বিকল্প খোলা রাখছি। একথা স্পষ্ট যে আমরা ডুপ্লেসিকে রাখছি না। আমরা নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। তার পরেই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেব।” কোহলিকে অধিনায়ক ঘোষণা না করলেও তিনি যে অধিনায়ক হবেন না, তা-ও বলেননি বোবাট। অর্থাৎ, তিনি অধিনায়ক হতেও পারেন।

এদিকে কয়েকদিন আগে দল নিয়ে বোবাট বলেন, “ নিলামে আমরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মরশুমে খুব ভাল খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে রজত। দয়াল নতুন বল সুইং করাতে পারে, চাপ সামলাতে পারে। সেই কারণেই ওদের রাখা হয়েছে।”

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে  সিরিজ খুইয়েও  কী ভাবে টেস্ট বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন রোহিতরা