গতকাল থেকে গাব্বায় শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আর দ্বিতীয় দিনেই বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। তবে কোন সমর্থক নয়। বুমারহ বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হন ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহর কাছ থেকে। এদিন ধারাভাষ্য দিতে গিয়ে বুমরাহকে প্রাইমেট বলেন। যার অর্থ বানর। আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে কড়া সমালোচনা করছেন নেটিজেনরা।
গতকাল বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলেও, দ্বিতীয় দিন খেলা হয় ঠিকঠাক। আর ঘটনার সূত্রপাত, ব্রিসবেনের দ্বিতীয় দিনে ৫ ওভার বল করে বুমরাহ তুলে নিয়েছিলেন দুটি উইকেট। খরচ করেছিলেন মাত্র ৪ রান। এক্ষেত্রে বুমরাহ-এর প্রশংসা করেন প্রাক্তন অজি ক্রিকেটার ব্রেটলি। তাঁর উত্তরে ঈশা গুহা বুমরাহকে ‘প্রাইমেট’ বলে বসেন। যার অর্থ ‘বানর’। ঈশা গুহ বলেন, “হ্যাঁ, ও তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।” এরপরই তিনি আরও বলেন, “একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরাহ ফিট থাকবে কিনা, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।” আর ঈশা গুহ এই হতবাক সবাই। কেন আচমকা এরকম মন্তব্য করলেন, তার কোনও উত্তর নেই। যা নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা।
এদিন অজিদের বিরুদ্ধে একমাত্র বল হাতে সফল যশপ্রীত বুমরাহ। নেন ৫ উইকেট।
*Isa Guha https://t.co/VgmsHxoG21 pic.twitter.com/zWTJ8HUxXE
— Matt Krawczyk (@mjkrawz) December 15, 2024
আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ব্যাকফুটে টিম ইন্ডিয়া, ব্যাট হাতে দাপট স্মিথ-হেডের
–
–
–
–
–
–
–
–
–