আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট । গাব্বায় নেমেছে ভারত-অস্ট্রেলিয়া । তবে প্রথম দিনই বিপত্তি । বৃষ্টির কারণে ভেস্তে গেল ম্যাচ । খেলা হলো মাত্র ১৩.২ বল । অস্ট্রেলিয়ার রান ২৮।
ম্যাচে এদিন শুরু থেকেই বৃষ্টি । প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে আর খেলা শুরুই করা যায়নি । ম্যাচ পুরোপুরি বন্ধ থাকে। চা পানের বিরতির সময় এসে গেলেও বৃষ্টি থামে না । শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটে নাগাদ আম্পায়ার জানিয়ে দেন, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত।
ম্যাচ এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । অজিদের হয়ে ওপেন করতে নামেন ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। যথাক্রমে ১৯ এবং ৪ রান করেছেন দুই ব্যাটার। দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৮।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
–
–
–
–
–
–
–
–
–