বর্ডার-গাভাস্কর ট্রফি, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট রাহুল-যশস্বীর, ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

0
3

বর্ডার-গাভাস্কর ট্রফি। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট টিম ইন্ডিয়ার। দিনের শেষে ভারতের রান দ্বিতীয় ইনিংসে ১৭২ । টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বি জসওয়াল। ৬২ রানে অপরাজিত রাহুল। যশস্বী অপরাজিত ৯০ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট যশপ্রীত বুমরাহর। ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিন ভারতীয় বোলিং-এর দাপটে অজিদের প্রথম ইনিংস শেষ হয়ে ১০৪ রানে । অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল স্টার্ক। ২৬ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ৩ উইকেট নেন হর্ষিত রানা। ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করে টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার। কে এল রাহুল এবং যশস্বী জসওয়াল। ৬২ রানে অপরাজিত রাহুলের। যশস্বী অপরাজিত ৯০ রানে। এদিন নজিরও গড়েন যশস্বী। ভেঙে দেন ১৬ বছরের রেকর্ড । যা গড়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ২০০৮ সালে গম্ভীর ১১৩৪ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৭০.৬৭। সেই বছর গম্ভীর ছ’টি অর্ধশতরান এবং তিনটি শতরান করেছিলেন। যশস্বী এই বছর সেই রান টপকে গিয়েছেন। তবে তাঁর গড় ৫৫.২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে প্রথম ইনিংসে কোনও রান তপারেননি তিনি। তবে শনিবার অর্ধশতরান করেন যশস্বী। আর সেই রান করতেই রেকর্ড গড়েন তিনি। দিনের শেষে ৯০ রানে অপরাজিত যশস্বী। দাঁড়িয়ে শতরানের দড়গড়ায়।

আরও পড়ুন- পারথে পাঁচ উইকেট নিতেই নজির গড়লেন বুমরাহ