বর্ডার-গাভাস্কর ট্রফি। শেষ প্রথম দিনের ম্যাচ। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান অস্ট্রেলিয়ার। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের। ৪ উইকেট নেন বুমরাহ। ২ উইকেট সিরাজের। ৮৩ রানে পিছিয়ে অজিরা।
এদিন শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। নিউজিল্যান্ড টেস্টের মতন অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার । এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম দিনেই প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ইনিংস। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন যশস্বঈ জসওয়াল। ২৬ রান করেন কে এল রাহুল। দেবদুত পাড্ডিকলও আউট হন শূন্য রানে। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি । ৫ রানে আউট হন তিনি। ১১ রানে আউট হন ধ্রুভ জুরেল। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন নিতিশ রেড্ডি। ৪১ রান করেন তিনি। ৩৭ রান করেন ঋষভ পন্থ। অজিদের হয়ে ৪ উইকেট হ্যাজলউডের। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় অস্ট্রেলিয়া। আর অজিদের প্রথম ধাক্কাটা দেন বুমরাহ। ওসমান খওয়াজাকে ফেরান তিনি। ৮ রান করেন খওয়াজা। দ্বিতীয় ধাক্কাও ভারত অধিনায়কের। নাথানকে ফেরান তিনি। নাথান করেন ১০ রান। এরপর বুমরাহ-এর তৃতীয় শিকার স্টিভ স্মিথ। শূন্য রানে ফেরেন স্মিথ । হেড করেন ১১ রান। মিচেল মার্শ করেন ১১ রান । অজি অধিনায়ক প্যাট কামিন্স করেন ৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে আছেন অ্যালেক্স কেরি এবং মিচেল স্টার্ক। কেরি ১৯ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত স্টার্ক। ভারতের হয়ে ৪ উইকেট বুমরাহর। ২ উইকেট সিরাজের। ১ উইকেট হর্ষিত রানার।
আরও পড়ুন- মেগা নিলামের আগেই সামনে এল আসন্ন আইপিএল-এর দিনক্ষণ