সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দাপট মহম্মদ শামির। রাজস্থানের বিরুদ্ধে একাই নিলেন তিন উইকেট । শামির দাপুটে বোলিং এবং অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামীর দাপুটে ব্যাটিং-এর সৌজন্যে রাজস্থানকে ৭ উইকেটে হারাল বাংলা। আর এই জয়ের সুবাদে মুস্তাক আলির নকআউটে পৌঁছে গেল সুদীপ ঘরামীর দল। পাশাপাশি গ্রুপ এ-র শীর্ষে উঠেছে বাংলা।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে ৪৬ রান করেন কার্তিক শর্মা। অধিনায়ক মাহিপাল লোমোর করেন ৪৫ রান। দীপক হুডা করেন ১৭ রান। বাংলার হয়ে তিন উইকেট শামির। দুটি করে উইকেট শাহবাজ আহমেদ এবং সায়ন ঘোষ। একটি উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে ৭৮ রান করেন অভিষেক পোড়েল। ৫০ রানে অপরাজিত সুদীপ। ১৮ রানে অপরাজিত শাহবাজ। রাজস্থানের হয়ে ২ উইকেট অঙ্কিত চৌধুরির। একটি উইকেট কমলেশ নাগরকোটি।
এই ম্যাচের আগে বাংলা ও রাজস্থান দু’দলই ছিল ২০ পয়েন্টে । ফলে দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আর এই ম্যাচ জয়ের পর এখন সাত ম্যাচে বাংলার পয়েন্ট ২৪। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের পয়েন্ট সাত ম্যাচে ২০।
আরও পড়ুন- চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার