শেষ পর্যন্ত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে (Nikita Singhania)। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে নিকিতার মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও। রবিবার বেঙ্গালুরু পুলিশ (Police) গুরগাঁও থেকে নিকিতা এবং ইলাহাবাদ থেকে তাঁর মা ও ভাইকে গ্রেফতার করে।
উত্তরপ্রদেশের জৌনপুরের পারিবারিক আদালতে অতুল-নিকিতার বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা চলছিল। মামলা চলাকালীনই আত্মহত্যা করেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষ (Atul Subhash)। তাঁর ঘর থেকেই দেহ উদ্ধার হয়। প্রায় দেড় ঘণ্টার ভিডিও এবং ২৪ পাতার একটি সুইসাইড নোট রেখে যান অতুল। সেখানে ছত্রে ছত্রে স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। অতুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায়, পণ চাওয়ার মিথ্যা মামলা, বিকৃত যৌনতা, বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতো অভিযোগে ওই যুবককে ফাঁসানোর চেষ্টা করে তাঁর স্ত্রী ও পরিবার।
আরও খবর: ভাতা নিলে প্রাইভেটে কাজ নয়: সরকারি চিকিৎসকদের থেকে হলফনামা চাইল স্বাস্থ্য ভবন
নিকিতা ও তাঁর পরিবারকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলে পুলিশ। উত্তরপ্রদেশেও পৌঁছয় বেঙ্গালুরু পুলিশের একটি দল। বেগতিক বুঝে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন নিকিতারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেশজোড়া বিতর্কের মধ্যেই নিকিতা-সহ তিনজনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ এবং ৩(৫) ধারায়। ওই মামলা দায়ের হয়েছে।
–
–
–
–
–
–
–
–