সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে! জানালেন শিক্ষাসচিব

0
2

সোমবারের মধ্যেই ৮৫ জন পড়ুয়ার একাউন্টে ঢুকবে ট্যাবের টাকা। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন শিক্ষা সচিব বিনোদ কুমার। ইতিমধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে রাজ্য সরকার রিপোর্ট তলব করেছে। কলকাতা পুলিশের কাছ থেকে এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

শনিবার শিক্ষা সচিব বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। আগামী সোমবারের মধ্যে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর পেছনে যদি কেউ যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি সিস্টেমে কোনও সমস্যা থাকে তা হলে সিস্টেম বদলানো হবে। যাতে দ্বিতীয় বার এই সমস্যা না হয়। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পরিদর্শকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে স্কুল শিক্ষা দফতর। বিভিন্ন কারণে যাদের একাউন্টে টাকা এখন‌ও পৌঁছয়নি তাদের তথ্যও সংগ্রহ করেছে সরকার।

আরও পড়ুন- রাউন্ড টেবিল ইন্ডিয়ার তত্বাবধানে তাজ বেঙ্গলে জমজমাট আরটিআই টক