উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসার ডাক কুণালের

0
3

শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো নয়, আর কয়েকদিনের মধ্যে আসবে বড়দিন । নানা ধর্মের নানান উৎসব। বাংলার মাটি সবার জন্য হাত বাড়িয়েছে। উৎসবের মধ্য দিয়ে মানুষকে ভালবেসে সবাইকে এগিয়ে আসতে হবে। শুক্রবার লিলুয়ায় ৩২ তম বর্ষের লিলুয়া ফ্রেন্ডস ক্লাবের পুজো উদ্বোধনে স্পষ্ট জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস , সাংসদ সায়নী ঘোষ, সাংসদ প্রসূন বন্দোপাধ্যায়, কৈলাস মিশ্র, আইনজীবী অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরা। অসাধারণ মন্ডপসজ্জা দেখে আপ্লুত কুণাল বলেন, অদ্ভুত চোখ জুড়ানো মন্ডপ । কৈলাসের টিম দারুণ কাজ করছে। এইসব মিলিয়েই তো উৎসব। এদিন অরূপ বিশ্বাসকে পুজো ম্যান, পুজো লিডার বলে উল্লেখ করেন। কুণাল বলেন, কীভাবে একটা পুজোকে কেন্দ্র করে মানুষের কাছে পৌঁছানো যায়, তার প্ল্যানিং, তার চিন্তা-ভাবনা, সুরুচি সংঘকে মানুষের কাছে অরূপ অন্য জায়গা করে দিয়েছে।

এদিন কুণাল বলেন, ধর্ম আছে উৎসব আছে। কিন্তু কিছু মানুষ চায় এখানে গন্ডগোল করতে। তাদের কথায় কান দেবেন না, পাত্তা দেবেন না। বাংলার মাটি উৎসবের মাটি। মুখ্যমন্ত্রী নিজে আছেন, সেনাপতি অভিষেক আছে আমাদের সবার সঙ্গে। তাই বাংলার মাটিকে কেউ কলুষিত করার চেষ্টা করলে, ছুড়ে ফেলে দিন। চারিদিকে এত ভালো কাজ হচ্ছে, তার মধ্যে যদি একটাও খারাপ কাজ হয় সেই অন্যায়ের বিরুদ্ধে শাস্তি বাংলার মাটি দেবে। আমরা চাই না কোনও খারাপ কাজ হোক ।‌তবুও যদি হয় তার জন্য অপেক্ষা করে আছে শাস্তি। আরজি করের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে কলকাতা পুলিশ। এতদিন তো হয়ে গেল সি বিআইএর জালে তো কেউ উঠলো না? প্রশ্ন তুললেন কুণাল।