এএফসি অতীত, লাল-হলুদ কোচের নজর এখন মহমেডান

0
3

এএফসি কাপ অতীত। এবার আবার ব্যাক টু আইএসএল। আগামীকাল আইএসএল-এর পরর্বতী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। আইএসএল-এ ডবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। তবে এএফসি কাপের ম্যাচে পেয়েছে সাফল্য। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে কী এগিয়ে লাল-হলুদ। যদিও এই পরিসংখ্যান মানতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বরং তিনি স্পষ্ট জানালেন, তাঁর কাছে এএফসি অতীত। এখন নতুন ম্যাচ মহমেডান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ব্রুজো বলেন, “ আমার কাছে এএফসি-র অধ্যায় অতীত। দলের পারফরম্যান্সে খুশি। এএফসি-তে আবার মার্চে খেলতে হবে। এখন তাই পুরোপুরি ফোকাস আইএসএলে। অন্ধকার রাস্তার শেষে আলো দেখতে পেয়েছি। সেই আলো লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। ভাল ফলাফল করতে হবে প্রতি ম্যাচেই। এত দিন দল যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তা বদলে দেওয়ার সুযোগ এসেছে। আমি উত্তেজিত। সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চাই।”

আইএসএলে মহমেডান রয়েছে ঠিক ইস্টবেঙ্গলের উপরেই। যদিও প্রতিপক্ষকে সমীহ লাল-হলুদ কোচের। তিনি বলেন, “মাঝমাঠে ওদের খেলোয়াড়দের দেখুন। কাসিমভ, আলেক্সিসের মতো খেলোয়াড় রয়েছে। উইংয়েও বেশ কিছু খেলোয়াড়কে দেখেছি। মহমেডানের বেশ কিছু খেলা খতিয়ে দেখেছি। ওদের দুর্বলতাও যেমন খুঁজে বার করেছি। তেমন শক্তিও বার করেছি। সেগুলো কাজে লাগিয়েই কাল জিততে হবে আমাদের। জানি মহমেডান ভাল জায়গায় নেই। তবে ওদের হালকা নিলে ভুল হবে।”

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, যদিও রোহিতের পাশেই সূর্য