আলিমুদ্দিন স্ট্রিটে অভিযুক্ত তন্ময়, কী জানতে চাইল তদন্ত কমিটি!

0
1

ধর্ষকের শাস্তি চাওয়া সিপিআইএম (CPIM) নেতা তথা প্রাক্তন বিধায়কই শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত। তড়িঘড়ি মুখ বাঁচাতে সাসপেন্ড করলেও এখনও তার বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করেনি মুজফ্ফর আহমেদ ভবন। এতদিনে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharya) ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল তদন্ত কমিটি।

২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। থানায় অভিযোগও দায়ের হয়। চারিদিকে নিন্দার ঝড় উঠলে তন্ময়কে দল থেকে সাসপেন্ড করে অঞ্জু করের নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে সিপিএম। শনিবার, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে সেই তদন্ত কমিটির সামনে ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। বেলা সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে যান তন্ময়৷ তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধান প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ইতিমধ্যেই একাধিকবার তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে বরাহনগর থানার পুলিশ।

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, ঘটনার দিন মহিলা সাংবাদিক তাঁর বাড়িতে যাওয়ার পর কী কী ঘটে- তা তন্ময়ের থেকে চান তদন্ত কমিটির সদস্যরা। ভবিষ্যতে অভিযোগকারিণীর সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা। সব বিষয়ে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।