কলকাতা ময়দানে শোকের ছায়া, অনুশীলনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গোলকিপার কোচ

0
1

কলকাতা ময়দানে শোকের ছায়া। প্রয়াত উনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলরক্ষক কোচ প্রশান্ত দে। শনিবার দুপুরে অনুশীলন করাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। প্রশান্ত দে বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ফুটবলমহল।

জানা যাচ্ছে, শনিবার দুপুরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির অনুশীলনে নামেন প্রশান্ত। অনুশীলন শুরুর কিছুক্ষণ পরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। এরপর প্রশান্ত দেকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে। বেলা সাড়ে তিনটেয় হাসাপাতাল থেকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তিনি।

প্রশান্ত দে গড়িয়ার বাসিন্দা। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা-বাবা । সূত্রের খবর শনিবার সকালেও নিজের আবাসনের বাচ্চাদের অনুশীলন করান তিনি।

আরও পড়ুন- মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দিলেন আবেগঘন বার্তা