রামনবমীতে ইডেনে কেকেআরের ম্যাচ অনিশ্চিত, বিসিসিআইকে জানাল সিএবি

0
4

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর সূচি নিয়ে জটিলতা তৈরি দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর ম্যাচকে কেন্দ্র করে এই জটিলতা তৈরি হয়েছে। ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে এই গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেদিন রামনবমী থাকায় নিরাপত্তা ঘিরে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষ্যে মিছিল ও ধর্মীয় সমাবেশ হবে। এর ফলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা কঠিন হয়ে পড়বে। এই কারণেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, ৬ এপ্রিল রামনবমী থাকায় কলকাতা জুড়ে বিভিন্ন মিছিল ও ধর্মীয় কার্যক্রম থাকবে।শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করতে হবে।কলকাতা পুলিশের মতে, তারা ইডেনের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না।আইপিএল-এর নিয়ম অনুযায়ী, নিরাপত্তা ছাড়া এত বড় ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের বিষয়েও সম্প্রচারকারী সংস্থার আপত্তি রয়েছে।সিএবি স্পষ্টভাবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-কে জানিয়েছে যে, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া এই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি নিরাপত্তা না থাকলে ৬৫ হাজার দর্শকের ব্যবস্থাপনা অসম্ভব। এমনকী, গতবারও একটি ম্যাচের সূচি বদলাতে হয়েছিল। এখন বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।এখন প্রশ্ন হচ্ছে, বিসিসিআই কি ম্যাচের ভেন্যু পরিবর্তন করবে, নাকি নতুন দিনে সূচি নির্ধারণ করবে?

কলকাতা পুলিশের নিরাপত্তা না থাকলে, বিসিসিআইকে হয় ম্যাচের দিন পরিবর্তন করতে হবে, অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিতে হবে। আইপিএল ২০২৫-এর সূচিতে কোনও পরিবর্তন আনা হয় কিনা, তা জানতে ক্রিকেটপ্রেমীরা এখন বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।