চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন, এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে

0
5

চন্দ্রযান ৪-এর পর এবার চন্দ্রযান ৫-এর জন্যও ইসরোকে প্রয়োজনীয় ছাড়পত্র দিল কেন্দ্র। ইসরোর লক্ষ্য, ২০২৭ বা ২০২৮ সালে এই মিশন সফল করা। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা-র সঙ্গে যৌথ অভিযান হতে চলেছে এটি। এদিকে সব ঠিক থাকলে ২০২৭ সালেই আকাশ ছুঁয়ে ফেলবে চন্দ্রযান-৪।

চন্দ্রযান-৩-এর সঙ্গে চাঁদে পরীক্ষা-নিরিক্ষার জন্য রোভার ‘প্রজ্ঞান’কে পাঠানো হয়েছিল। রোভারের ওজন ছিল ২৫ কেজি। এ বার আরও বেশি ওজনের রোভার চাঁদের মাটিতে পাঠাতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। রবিবার ইসরো-কর্তা জানান, এই মিশনের সবথেকে বড় চমক রোভারের ওজন। চাঁদের পৃষ্ঠদেশে অনুসন্ধানের জন্য চন্দ্রযান-৫ যে রোভারটি নিয়ে যাবে, সেটির ওজন হবে ২৫০ কেজি। চন্দ্রযান ৫-এর রোভারের ওজন আগের রোভারের থেকে ১০গুণ বেশি।

২০০৮ সালে সর্বপ্রথম চন্দ্রযান-১ সফল ভাবে উৎক্ষেপণ করে ইসরো। তারপর চন্দ্রযান-২ অভিযান করা হলেও, তা সফল হয়নি। তবে এই ‘ব্যর্থ’ অভিযানের মাধ্যমেই চাঁদের পৃষ্ঠদেশের একাধিক ছবি সংগ্রহ করেছে ভারত। এরপর ২০২৩ সালে সাফল্য পায় চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নিজেদের কাজ করা শুরু করে তাঁরা।