ওভারলোডিং মালবাহী লরি বা ট্রাকের চলাচল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা যায়। কিন্তু রেললাইনে ওভারলোড (overload) হওয়া মালগাড়ির (goods train) নজির অমিল। যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জমানায় তাও দেখে ফেলল ভারত। অন্ধপ্রদেশে (Andhrapradesh) ওভারলোডিং মালগাড়ির চাপে ভাঙল রেল লাইন, ক্ষতিগ্রস্ত রেলব্রিজ।
সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) অনকাপল্লী থেকে বিশাখাপত্তনম (vizag) যাচ্ছিল একটি মালগাড়ি। অনকাপল্লীর কাছে যান চলাচলের একটি রোড ব্রীজের উপর মালগাড়ি (goods train) চলার সময় চাপে ধাক্কা লেগে যায় সেই ব্রিজের গার্ডারে। আর তার ফলেই ভেঙে যায় ওই জায়গার রেললাইন (rail track)।
মালগাড়ির চালক দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় রেলের উদ্ধারকারী দল। নির্মাণ কাজের জন্য ব্যবহার করা ক্রেন নিয়ে আসা হয় ঘটনাস্থলে। তার সাহায্যে রেল ট্র্যাক তুলে মেরামতির কাজ চলে। এর ফলে দীর্ঘক্ষণ অনকাপল্লী ও বিশাখাপত্তনমের (Vizag) মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
–
–
–
–
–
–
–
–





























































































































