২২ মার্চ থেকে শুরু আইপিএল, কি থাকছে উদ্ধোধনী অনুষ্ঠানে? রয়েছে একাধিক চমক

0
4

হাতে আর মাত্র কয়েক দিন , তারপরই শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে উন্মাদন তুঙ্গে শহর কলকাতার। আর জানা যাচ্ছে, আইপিএল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে রয়েছে একাধিক চমক।

সূত্রের খবর, উদ্ধোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে থাকছেন, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা। এছাড়াও থাকতে পারেন দিশা পাটানির মতন তারকারা। যদিও এই নিয়ে সরকারীভাবে কিছু জানান হয়নি আইপিএল বা বিসিসিআইএর পক্ষ থেকে। পুরোটাই সূত্রের খবর। গত বার চ্যাম্পিয়ন হওয়ায় আইপিএলের নিয়ম অনুযায়ী, কেকেআর এবারে তাদের ঘরের মাঠে উদ্বোধন ও ফাইনালের ম্যাচ পেয়েছে। আর সূত্রের খবর, ক্রিকেটের মহাযজ্ঞে ২২ মার্চ বোধনেই ক্রিকেট এবং বলিউডের মিশ্রণে এমন ঝড় উঠতে চলেছে ইডেনে।

জানা যাচ্ছে, মোটামুটি আধ ঘণ্টার অনুষ্ঠান হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। আর তারপরই শুরু হবে ম্যাচ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, অন্যদিকে অধরা আইপিএল খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে যেমন শাহরুখ খানের দল, অন্যদিকে বিরাট কোহলি। বোঝাই যাচ্ছে প্রথমদিনই বিনোদনের আসর মাতাতে চলেছে ইডেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস