হোলির দিন গান বাজানো নিয়ে বিবাদের জেরে মালদহের কালিয়াচকে (Kaliachak) মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে ঘটনার জেরে আহত হয় কমপক্ষে চারজন। অভিযুক্ত যুবকও আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College) চিকিৎসাধীন। কি কারনে এই বিবাদ ও কেন খুন, তদন্তে কালিয়াচক থানার পুলিশ।
কালিয়াচকের (Kaliachak) গোপালগঞ্জ ফাঁড়ি এলাকার গোয়ালপাড়ায় হোলি উপলক্ষে একটি আম বাগানে মদ্যপানও গান বাজনা করছিল স্থানীয় কিছু যুবক। সেই সময় গান বাজানো নিয়ে বিকাশ ঘোষ ও মনোজ ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনকার মতো স্থানীয়দের মধ্যস্থতায় ঝামেলা মিটে গেলেও তার জের গড়ায় রাতে।
মনোজ ঘোষ কিছু সাঙ্গোপাঙ্গ নিয়ে চড়াও হয় বিকাশের উপর। তার মাথায় হাঁসুয়া দিয়ে কোপ (chop) দেওয়া হয়। অভিযোগ, বিকাশের ভাই রবিকেও হাঁসুয়া কোপ (chop) দেওয়া হয়। প্রাণে বাঁচতে রবিও মনোজকে পাল্টা কুপিয়ে দেয়। বিকাশকে গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনার তদন্তে কালিয়াচক (Kaliachak) থানার পুলিশ।
–
–
–
–
–
–
–
–