সফল উৎক্ষেপণ, সুনীতাদের ঘরে ফেরাতে রওনা স্পেসএক্সের মহাকাশযানের 

0
4

বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে রওনা দিল স্পেসএক্স-এর রকেট (Falcon 9 rocket)। নাসা এবং মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ-১০-এর (SpaceX Crew-10 ) উৎক্ষেপণ হল। শনিবার ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center ) থেকে আন্তর্জাতিক স্টেশনের (International Space Station) উদ্দেশে পাড়ি দিল ফ্যালকন ৯ রকেট।

স্পেসক্র্যাফ্‌ট সফলভাবে উৎক্ষেপণ করার পর নাসার (NASA) তরফ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে দ্রুতই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস ধরে আটকে থাকা দুই নভোচর। বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায়। ক্রিউ-১০ (Crew 10) অভিযানে মহাকাশে গেলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।