আদালতে আটকে থাকা জট কাটলেই শিক্ষক নিয়োগ হবে। রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা একেবারেই থাকবে না। মঙ্গলবার বিধানসভায় শিক্ষক নিয়োগ নিয়ে আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে প্রাথমিকে এখন শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৭০০। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিকে নিয়োগ করা হয় ৯৪০০ জনকে। এদিন ব্রাত্য বলেন, আদালতের মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল। কিন্তু যাবতীয় জট নিরসন করে ১০ হাজার নিয়োগ আমরা প্রাথমিকে করেছি। কিন্ত রোস্টারের মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে। মুখ্যমন্ত্রী নির্দেশমতো বাকি জটগুলি ছাড়াতে পারব বলে আশা রাখছি। জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন- বিধানসভায় বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে তোপ কুণালের
_
_
_
_
_
_
_
_
_
_




























































































































