শিলিগুড়ির দাগাপুরের ডামরাগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়লো চিতাবাঘ। রবিবার রাতে ডামরাগ্রাম এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ে। বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করে। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়, রাতভর তাণ্ডব চালায় চিতাবাঘটি। এরপর ছুটোছুটি করতে গিয়ে চিতাবাঘটি শিলিগুড়ির দাগাপুর ডামরাগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায়। সকাল হতেই চিতাবাঘের দেখা মেলে পরিতাক্ত ওই কুয়োতে ।
খবর দেওয়া হয় বনদফতরে। সোমবার সকালে সুকনা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করা হয়। সেই চিতাবাঘটিকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। পরবর্তিতে বনদফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন- জনপ্রিয়তার তুঙ্গে রাজ্যের ‘মা’ ক্যান্টিন, আরও ৫০ কোটি টাকা বরাদ্দ
–
—
–
—
–
—
–
—
–
—





























































































































